News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-06-25, 10:27pm

গৃহকর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও জীবনমান উন্নয়নে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গৃহকর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও জীবনমান উন্নয়ন: আমাদের করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

inbound1336607474340944659-48b5f55107a369f27608266b6275497b1750868871.jpg

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।


২৫ জুন, বুধবার ঢাকায় বনিক বার্তার প্রধান কার্যালয়ে বণিক বার্তা ও গণসাক্ষরতা অভিযান- এর যৌথ উদ্যোগে এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, গৃহকর্মীদের শ্রম অধিকার নিশ্চিতকরণ, একটি সমন্বিত ও আইনি কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে বিপুল পরিমাণ শ্রমিক গৃহকর্মে যুক্ত আছে, সরকারিভাবে যার সঠিক কোন পরিসংখ্যান নেই। এসব শ্রমিকদের মূল অংশই নারী এবং তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। শোভন কর্মক্ষেত্র এবং সাপ্তাহিক ছুটি না থাকা, নিয়োগপত্র না থাকা, সঠিক মজুরি না পাওয়া এবং জেন্ডারভিত্তিক নির্যাতনের মতো ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটছে। অন্যদিকে শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় বিশাল এ শ্রমগোষ্ঠী সামাজিক ও আর্থিকভাবে শ্রমিক হিসেবে প্রাপ্য নানান সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযান, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), নারী পক্ষ, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রতিনিধিবৃন্দ।