ঢাকাশনিবার , ২৪ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

৪০ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন বাজারে আনছে হুয়াওয়ে

Sumon Chowdhury
মার্চ ২৪, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক : শক্তিশালী ক্যামেরার একটি ফোন বাজারে আনতে যাচ্ছে চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্টফোনটিতে রয়েছে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা।
এটির মডেল হুয়াওয়ে পি ২০ প্রো। ৭.৬৫ মিলিমিটার পুরুত্বের ফোনটি ওজন ১৭৪ গ্রাম।
এতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে ফাইভ এক্স হাইব্রিড জুম। ২৭ মার্চ ফ্রান্সের প্যারিসে ফোনটি অবমু্ক্ত করবে হুয়াওয়ে।
ফোনটির রিয়ারে আছে তিনটি ক্যামেরা সেন্সরের একটি আট মেগাপিক্সেল টেলিফটো, একটি ২০ মেগাপিক্সেল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট এবং ৪০ মেগাপিক্সেলের একটি মূল আরজিবি লেন্স রাখা হবে। লেন্স তিনটিতে এফ/১.৬ এবং এফ/২.৪ অ্যাপারচার রয়েছে।
ফোনটির সেলফি ক্যামেরাও দুর্দান্ত। এতে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এসব ক্যামেরা লাইকারের তৈরি।
হুয়াওয়ের নতুন এই ফ্লাগশিপ ফোনটিতে আছে ৫ দশমিক ৮ ইঞ্চির ওলিড ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন (২২৪০×১০৮০ পিক্সেল)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ডিসপ্লেতে আইফোনের মতই নচ ফিচার সংযোজন করা হয়েছে।
অ্যানড্রয়েড অরিও ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এর প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কিরিন ৯৭০ চিপসেট (4×2.4 GHz Cortex-A73 & 4×1.8 GHz Cortex-A53)।
কানেকটিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। ৬ জিবি র‌্যাম এর সাথে স্টোরেজ ১২৮ জিবি, যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি পানি ও ধুলোরোধী। ৬ জিবি র‌্যামের এই ফোনটির মূল্য ধরা হয়েছে ৯০০ ইউরো।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial