News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-08-07, 12:25am

বাংলাদেশে সামাজিক বীমা ব্যবস্থা প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে "জাতীয় সামাজিক বীমা স্কীম (NSIS)" বাস্তবায়নের রোডম্যাপ প্রণয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), অস্ট্রেলিয়ান এইড (Australian Aid) এবং RAPID এর সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ কর্মশালা বুধবার গাজিপুরের রাজেন্দ্রপুরে ব্রাক সিডিএম - এ অনুষ্ঠিত হয়েছে।

inbound6872006241266360460-2187c825e7ceb69d1247c0cd2670c7601754504713.jpg

গাজিপুরের রাজেন্দ্রপুরে ব্রাক সিডিএম - এ অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে "জাতীয় সামাজিক বীমা স্কীম (NSIS)" বাস্তবায়নের রোডম্যাপ প্রণয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), অস্ট্রেলিয়ান এইড (Australian Aid) এবং RAPID এর সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ  কর্মশালা বুধবার গাজিপুরের রাজেন্দ্রপুরে ব্রাক সিডিএম - এ অনুষ্ঠিত হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালার উদ্দেশ্য ছিল সামাজিক বীমার আন্তর্জাতিক মানদন্ড অনুশীলন, শাসন কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, একাডেমিয়া ও সামাজিক অংশীদারদের জ্ঞান সম্প্রসারণ।  

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এছাড়া, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো কর আদায়ের হার বৃদ্ধি এবং শ্রমিক-মালিক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই সামাজিক সুরক্ষা মডেল প্রয়োগের সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করেন।

শ্রম সচিব তার বক্তব্যে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং ফরমালও ইনফরমাল খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার ওপর জোর দেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের সেবাগুলো দ্রুততার সাথে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা আনয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি, International Social Security Association (ISSA)এর সদস্যপদ লাভের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।  

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ ILO-ব্যাংককের প্রধান কারিগরি উপদেষ্টা মিঃ সাইমন ব্রিম্বলকম্ব এবং ISSA-এর আঞ্চলিক সমন্বয়কারী মিঃ ইন্দ্রজিদ নুরমুক্তি সামাজিক বীমার অর্থায়ন, শাসন ও টেকসই ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বাংলাদেশের জন্য অভিযোজিত নীতিমালা প্রণয়নে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস প্রদান করেন।

কর্মশালার সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমে NSIS এর রোডম্যাপ ও কার্যকারিতা শক্তিশালী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সরকার, ILO, UNDP, DFAT এবং অন্যান্য অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি সমন্বিত সামাজিক বীমা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সামাজিক সুরক্ষা ইউনিটের প্রধান 

মোঃ আবদুছ সামাদ আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর আওতাধীন শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সেন্ট্রাল ফান্ড ও বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফাউন্ডেশনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, বিইএফ, বিজিএমইএ , বিকেএমইএ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।