
মো: আব্দুস ছলিম, বাজিতপুর প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় বাজিতপুর আলোছায়া মোড়ে বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। তারা এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য রাখেন: দৈনিক ইনকিলাবের বাজিতপুর প্রতিনিধি ব্যস্ত মোহাম্মদ রফিকুল ইসলাম, কালের কণ্ঠের প্রতিনিধি নাসরুল আনোয়ার, আমার দেশ পত্রিকার শিল্পী বণিক, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের প্রভাতের প্রতিনিধি মোঃ আব্দুস ছলিম, ক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার বাজিতপুর প্রতিনিধ শেখ জসিম, সিনিয়র সহ-সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি হোসেন মাহাবুব কামাল, প্রচার সম্পাদক ও প্রতিদিনের কাগজ প্রতিনিধি ইফরানুল হক সেতু, সহ-সভাপতি ও আমার কাগজের মফস্বল সম্পাদক মোঃ ফারুক, সাধারণ সম্পাদক ও ভোরের ডাকের প্রতিনিধি সাব্বির আহমদ মানিক, সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রাজাকুন নাহার সুমি এবং যুগ্ম সম্পাদক মোঃ খসরু মিয়া সহ আরও অনেকে।
মোঃ আব্দুস ছলিম বলেন, “আজ আমরা গভীর শোক ও ক্ষোভে একত্র হয়েছি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী সাংবাদিক, যিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন। ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে সরাসরি লাইভ করে দুর্বৃত্তদের মুখোশ উন্মোচন করেছিলেন। আর তার ফলেই তাকে জীবন দিতে হলো। এটি শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি সত্যের কণ্ঠরোধ করার ঘৃণ্য অপচেষ্টা।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি এইভাবে প্রাণ দিতে হয়, তাহলে সেটি সমগ্র জাতির জন্য লজ্জার। আমরা চাই—এই হত্যা মামলার বিচার যেন বিলম্বিত না হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা সাংবাদিক সমাজ কোনো অবস্থাতেই বিচারের নামে প্রহসন মেনে নেব না।
যারা এই হত্যাকাণ্ডে জড়িত—তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে—কলমের জবাব গুলি নয়।”
জানা যায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ গাজীপুরে বসবাস করতেন।
বাজিতপুরের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক কোনো ব্যক্তি হত্যাকাণ্ড নয়—এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।