News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-16, 1:44pm

আজ থেকে শুরু হবে হাবিপ্রবি স্নাতক ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন

1000013958-5fe954e4fe47319462f409dc066a33131763279081.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: আজ থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু। গত ১১ নভেম্বর  অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার সচিব প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আজ রবিবার ১৬ নভেম্বর বিকাল ৪ টা হতে আবেদনটি শুরু হবে এবং  শুক্রবার  ১৯ ডিসেম্বর রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ভর্তি পরীক্ষার জন্য প্রতি ইউনিটে এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত দুইশত টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন। ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এবং ২০২২ সালের পূর্বে মাধ্যমিক / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য। "এ" ও "বি" ইউনিটে আবেদনের জন্য দেশের যেকোনো শিক্ষাবোর্ডের অধীনে ৫ স্কেল জিপিএ তে শিক্ষার্থীর কমপক্ষে ৩.৫০ সহ মোট ৭.৫০ জিপিএ থাকতে হবে এবং এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম "বি" গ্রেড থাকতে হবে। "সি" ও "ডি" ইউনিটের  ক্ষেত্রে দেশের যেকোনো শিক্ষাবোর্ডের অধীনে  ৫ স্কেল জিপিএ তে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ মোট ৬.০০ জিপিএ থাকতে হবে। বিদেশী শিক্ষাবোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। এ বছর মোট ১৭৯৫ টি আসন নির্ধারণ করা হয়েছে। মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদা সম্পন্ন ২ জন,অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের  জন্য ১ শতাংশ, বিকেএসপি শিক্ষার্থীদের জন্য ৫ টি আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য মোট ৮০ টি আসন সংরক্ষিত থাকবে।

ভর্তি পরীক্ষা এবং আবেদন সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ০১৭২৯২৬৬২৪৬ ও ০১৫১৫২৫৬৮১০ হটলাইনে যোগাযোগ করতে পারবেন এবং admission@hstu.ac.bd তে যোগাযোগ করতে পারবেন ।  ট্রানজেকশন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য ০১৮২২০২৬২২২ নাম্বারে সকাল ৯ টা হতে রাত ১১ টা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে।